Saved Bookmarks
| 1. |
মৌটুসি কীভাবে পরাগমিলনে সাহায্য করে ? |
|
Answer» বাগান ও বনের যত ফুল থেকে ফল হয় তার জন্য ওই পাখিই দায়ী। অর্থাৎ খারাপ অর্থে দায়ী নয়, উপকারী হিসেবে দায়ী। প্রকৃতির অত্যন্ত প্রয়োজনীয় দায়িত্বটি পালন করে চলেছে তারা। এদের এটাই কাজ। কারণ, পরাগায়ন না করলে তো ফল হবে না। মৌটুসিদের পাশাপাশি ফুলের পরাগায়নের কাজটি পতঙ্গও করে থাকে। ‘মৌটুসিকে আমরা লোকালয়ে খুব সহজে দেখতে পাই বলে এই পাখিটি সঙ্গে লোকের পরিচিতি আছে। এরা বাগান ও বনের ফুলগুলোকে ফলে রূপান্তর করে দেয়। না হলে গাছের ফলই হত না। বুনো ও মানুষের লাগানো ফুলই হোক। স্বতঃস্ফুর্তভাবে প্রকৃতির অনেকটা পরাগয়ন করে দেয় পাখিগুলো। .hope it's HELP |
|