| 1. |
'কবিতার কথা' গ্রন্থের লেখক হলেন1. সুকান্ত ভট্টাচার্য2. সুনির্মল বসু3. জীবনানন্দ দাশ4. উপরের কেউই নন |
|
Answer» Correct Answer - Option 3 : জীবনানন্দ দাশ 'কবিতার কথা' গ্রন্থের লেখক হলেন জীবনানন্দ দাশ। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' তাঁর মৃত্যুর পর ১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। 'কবিতার কথা' গ্রন্থের প্রবন্ধাবলী বিশেষভাবে প্রসিদ্ধ, এতে তাঁর জীবদ্দশায় বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত পনেরোটি প্রবন্ধও সংকলিত হয়েছিল। কবিতা বিষয়ক প্রবন্ধগুলোতে জীবনানন্দের এই বিষয়ক ধ্যান-ধারণা প্রতিফলিত হয়েছে নিরেট পরিসরে। সমসাময়িককালে ইউরোপীয় ধাঁচে বাংলা কবিতায় যে আধুনিকতার প্রবর্তন হয়, সে সম্পর্কে জীবনানন্দের পর্যবেক্ষণ খুবই লক্ষ্যভেদী ও অভিনব। তাঁর ‘কবিতার কথা’ শিরোনামীয় প্রবন্ধের প্রথম বাক্যাংশ ‘‘সকলেই কবি নয়। কেউ কেউ কবি’’ বাংলা সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রবচন। |
|